নর্দান ইউনিভার্সিটিতে ‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের রোবটিক্স প্রদর্শনী

২৭ জুলাই ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
 ‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের রোবটিক্স প্রদর্শনী

‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের রোবটিক্স প্রদর্শনী © টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-তে অনুষ্ঠিত এক বিশেষ স্টেম (স্টেম: বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) সেশনে অংশ নেয় ‘ড্রিমস অব বাংলাদেশ’ দল। এই আয়োজনে শিক্ষার্থীরা সরাসরি রোবটিক্স প্রযুক্তির প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা দেখার সুযোগ পান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল DoB HydroJan রোবটের লাইভ ডেমোনস্ট্রেশন। এটি বাংলাদেশের তৈরি একটি সাবমেরিন রোবট, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতা রোবোসাব-২০২৫-এ অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

আলোচনায় অংশ নেন প্রযুক্তি উন্নয়নের পেছনে থাকা উদ্ভাবকরা, যাদের মধ্যে ছিলেন নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহসান নাঈম, মাহাদি হাসান সুরভ এবং আশফিন আহান।

এই আয়োজনে শিক্ষার্থীরা রোবটিক্স ও উদ্ভাবনের নানা দিক যেমন- বিশ্ব প্রতিযোগিতার প্রস্তুতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং বাস্তব জীবনের উদ্ভাবনী প্রয়োগ সম্পর্কে বিশদভাবে জানতে পারেন।

জানা যায়, ‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের এই সেশন ভবিষ্যতের স্টেম নেতৃত্ব গড়ে তুলতে এনইউবির শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির প্রতি আগ্রহ এবং অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. রায়হান-উল-মাসুদ প্রমুখ।

 

 

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হেসেখেলেই চট্টগ্রামকে হারাল রংপুর
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫