এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শুভ কামনা

০১ জুন ২০২৫, ০১:২৮ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শুভ কামনা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শুভ কামনা © টিডিসি

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে এবং তাদের পাশে দাঁড়াতে এবার ভিন্নধর্মী এক আয়োজন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বুধবার (২৮ মে) বুধবার দুপুর ১২টায় গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান ‘মিট দ্য এইচএসসি স্টুডেন্টস’। অনুষ্ঠানে এক হৃদয়ছোঁয়া পরিবেশে মিলিত হন ঢাকার বিভিন্ন কলেজের প্রায় ১ হাজার এইচএসসি পরীক্ষার্থী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দ। গোটা আয়োজনে ছড়িয়ে ছিল উৎসাহ, উদ্দীপনা ও আন্তরিকতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক মূল বক্তব্য উপস্থাপন করেন।

অ্যাডমিশন ও পাবলিক রিলেশন্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় আয়োজনটির সমন্বয় করেন আউটরিচ কো-অর্ডিনেটর ইমদাদুল হক।

উপস্থিত বক্তাগণ বলেন, এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের ভিত্তি এই পরীক্ষার উপর অনেকাংশেই নির্ভর করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে, তোমাদের নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম এই পরীক্ষায় সাফল্যের দ্বার খুলে দেবে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে ভবিষ্যতের এই আলোকিত প্রজন্মের জন্য শুভ কামনায় বলা হয়, ‘আমরা পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে চাই, যাতে তারা আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই—এই সময়টিতে পরীক্ষার্থীদের পাশে থাকুন, তাদের মানসিক শক্তি জোগান।’

সমাপনীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলা হয়, ‘তোমাদের স্বপ্ন সফল হোক, ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল ও সম্ভাবনাময়।’

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫