২০ মে ইউআইইউতে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

১৮ মে ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৯:১১ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © সংগৃহীত

গত ২৭ এপ্রিল থেকে অচলাবস্থার পর থেকে ২০ মে থেকে আবারও শিক্ষার ধারায় ফিরেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। প্রতিষ্ঠানটিতে এদিন স্প্রিং ২০২৫ সেমিস্টারের সকল আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস অনলাইনে শুরু হবে।

শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

জানা গেছে, আসছে ঈদুল আজহার ছুটি, গত ২৬-২৭ এপ্রিলের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অনেক শিক্ষার্থীর ঢাকা ত্যাগের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

এতে শিক্ষার্থীদের ইএলএমএস ও ই-মেইল নিয়মিতভাবে পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে। যেসব শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগ দুর্বল বা নেই, তারা ক্লাসের রেকর্ডকৃত অডিও বা ভিডিও পরবর্তীতে ইএলএমএস থেকে দেখে নিতে পারবে বলেও জানানো হয়েছে। 

তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অনলাইন ক্লাসের রেকর্ডকৃত কোনো কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো তৃতীয় মাধ্যমে প্রকাশ বা শেয়ার করা যাবে না। এ ধরনের কাজকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ক্লাসে কোনো ধরনের ক্লাস টেস্ট কিংবা মূল্যায়ন করা হবে না। ল্যাব ক্লাস সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ ও ২৭ এপ্রিল ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের কারণে ঘটে যাওয়া ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কিছুটা স্থবিরতা দেখা দেয়। এরপর থেকে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছিল। এরপর ২৭ এপ্রিল প্রাথমিক নোটিশে সাময়িকভাবে ক্লাস স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে সম্প্রতি ঈদের ছুটিকে সামনে রেখে শিক্ষার্থীদের স্বস্তি দিতে এবং পড়াশোনার গতি ফেরাতে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫