সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নির্ধারণ করবে বেতন কমিশন: গণশিক্ষা উপদেষ্টা

১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © ফাইল ছবি

সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেড নির্ধারণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এ বিষয়ে বেতন কমিশন আছে, তারা বিষয়টি নির্ধারণ করবে। সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলেছি, যেন এটি কার্যকর করা হয়। আশা করতে পারি, এটি বাস্তবায়ন হবে। 

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইনস্ট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে এ কথা জানান উপদেষ্টা।

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষকদের পরীক্ষা রেখে আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি। আমরা তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। আমরা বলছিলাম, কার্যকর করার জন্য চেষ্টা করছি।

তিনি বলেন, যে দেশগুলো শিক্ষায় ভালো করছে, সেখানে প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞানের প্রয়োজন হয়, লাইসেন্স নিতে হয়। চিকিৎসকেরা যেমন এমবিবিএস সম্পন্ন করার পর বিএমডিসি থেকে লাইসেন্স নেন, তা না হলে প্র্যাকটিস করতে পারেন না। শিক্ষকদের ক্ষেত্রেও অনেক দেশে এ নিয়ম চালু আছে। আমাদের দেশে সেটি ভবিষ্যতে চালুর পরিকল্পনা করছি।

আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে সব বই আমরা হাতে পেয়েছি। নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হওয়ায় এখানে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ধরনের অপতৎপরতা রোধে প্রস্তুতি আছে।

১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির এমপি প্রার্থী ঝুমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ডুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী …
  • ২৮ ডিসেম্বর ২০২৫