প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায় নাকি বিভাগীয় শহরে, কী বলছে অধিদপ্তর

০৫ নভেম্বর ২০২৫, ০২:১৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিধিমালা সংশোধন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খুব শিগগিরই নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে, এবারের নিয়োগ পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পরীক্ষার স্থান এখনও নির্ধারণ হয়নি বলে বুধবার (৫ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে জানান অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম। তিনি বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা অনুযায়ী পরীক্ষার স্থান নির্ধারণ করা হবে।

ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১৩ সালে প্রায় ১৫ লাখ প্রার্থী আবেদন করেছিলেন। ২০১৮ সালে প্রায় ২৪ লাখ ও ২০২০ সালে প্রায় ১৮ লাখ আবেদন পড়েছিল। এতো বিপুল সংখ্যক প্রার্থীর পরীক্ষা ঢাকায় নেওয়া সম্ভব নয়। ঢাকায় এমন সক্ষমতাও হয়তো নেই। 

আরও পড়ুন: শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি

তিনি আরও বলেন, পরীক্ষা ঢাকায় নাকি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ঢাকায় একসঙ্গে এতজনের পরীক্ষা আয়োজন করা বাস্তবসম্মত নয়।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫