নির্বাচন করবেন না আসিফ মাহমুদ

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। একই সঙ্গে এনসিপির নির্বাচনকালীন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। তবে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। এর পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি সারাদেশে ৪০ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। তবে এখনো চূড়ান্ত আসন সমঝোতা হয়নি। খুব শীঘ্রই আসন সমঝোতায় আসবে দলগুলো, তখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জানা যায়, এরই মধ্যে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র কেনেন। বিষয়টি এতদিন প্রকাশ্যে না এলেও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক গণমাধ্যমকে জানান, আসিফ মাহমুদ জাতীয় পরিচয়পত্রের কপি পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, দল আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি ওই আসনের ভোটার হয়েছেন এবং সেখানে নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫