দেশ গড়তে যার যার অবস্থান থেকে উদ্যোগী হতে আহ্বান তারেক রহমানের

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ PM
তারেক রহমান

তারেক রহমান © টিডিসি ছবি

বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ আহ্বান জানান তিনি।

নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার বারান্দায় দাঁড়িয়ে নিচের সড়কে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। হাজারও উপস্থিতি ও নেতাকর্মীদের হর্ষ ধ্বনির মধ্যে তারেক হ্যান্ড মাইকে বক্তব্য রাখেন। এসময় নেতাকর্মীরা উল্লাস ও স্লোগানে মেতে উঠেন।

তারেক রহমান বলেন, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তখনই সেটাকে আমরা সরিয়ে দেবো। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে দেশটাকে গড়ে তুলি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকে কোনো বক্তব্য রাখব না। আপনারা রাস্তা ছেড়ে দিন। আমরা যদি রাস্তা ব্লক করে রাখি তাহলে মানুষের অসুবিধা হবে। রাস্তা ছেড়ে দিলে মানুষের চলাচলের জন্য সুবিধা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে বক্তব্য রাখব।

নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে। কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলটির শীর্ষনেতারা। তারেক রহমানের নামে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। কার্যালয়ে কোন নেতাকর্মীকে ঢুকতে দেয়া হয়নি। চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ঘিরে রাখে পুরো বিএনপি কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫