ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা

২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ PM
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতারা

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতারা © টিডিসি ফটো

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) তার পক্ষে দলটির প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন। 

ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এই দুটি আসনে এ পর্যন্ত ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কার্যনির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।

মনোনয়নপত্র জমা শেষে এহসান মাহবুব জুবায়ের বলেন, ‘আসন সমঝোতা অন্য যেকোনও জোটের থেকেও শক্তিশালী। প্রত্যেকে নিজের প্রতীকে নির্বাচন করবে। শুধু একটা আসনে একটি দলের প্রার্থী নির্বাচন করবেন, আর বাকি দলগুলো ওই প্রার্থীকে সমর্থন জানাবে।’

আরও পড়ুন: মান্না আউট, চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহে আলম

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আজ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫