এক দিনেই ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ তাসনিম জারার

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ AM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © সংগৃহীত

ঢাকা–৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা। প্রার্থী হতে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন তিনি। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচনী এলাকায় স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। এক দিনেই প্রায় তিন হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আজ সকাল থেকে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আমাদের লক্ষ্য পূরণে মোট ৫ হাজার স্বাক্ষর প্রয়োজন।’

স্বাক্ষর সংগ্রহে স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘মাহি, সাগরিকা ও রাফির মতো ইনোভেটিভ স্বেচ্ছাসেবকেরা আমাদের কাছ থেকে ফর্ম নিয়ে অল্প সময়ের মধ্যেই ১০–২০টি করে স্বাক্ষর সংগ্রহ করে ফিরিয়ে দিচ্ছেন।’

এর আগে শনিবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তাসনিম জারা।

চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫