ইনকিলাব মঞ্চের ৪ দফা ঘোষণা

২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ PM
ইনকিলাব মঞ্চের লোগো

ইনকিলাব মঞ্চের লোগো © টিডিসি সম্পাদিত

শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নতুন করে চার দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের ঘোষিত ৪ দফা হলো- 
*খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

*বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

*ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

*সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

এর আগে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিন বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।

চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫