ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন করে দলটির মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক।
এর আগে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানের নাম। তবে শেষ পর্যন্ত তাকে পরিবর্তন করে কর্নেল (অব.) আবদুল হককে মনোনয়ন দেয় দলটি।
রবিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনির্বাচিত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক। তিনি জানান, তিনি নিজে থেকে মনোনয়ন চাননি। কিছুক্ষণ আগে ফোনের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের কথা তাকে জানানো হয়েছে। বিষয়টিকে তিনি আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করে শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। কেরানীগঞ্জ এলাকায় নানা সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি সেগুলো সমাধানে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি বলেন, এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছেন, তাদের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। দারিদ্র্য দূরীকরণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমানউল্লাহ আমান।