হাদির ওপর হামলার নিন্দা ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে বাগেরহাটে মৌনমিছিল

১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ AM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ AM
বাগেরহাটে মৌন মিছিল

বাগেরহাটে মৌন মিছিল © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে বাগেরহাটে মৌনমিছিল করেছে ‘জুলাই জনতা’।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা শেখ আল মামুনের নেতৃত্বে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মৌনমিছিল। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া মিছিলটি শহরের রেল রোডে গিয়ে শেষ হয়।

মৌনমিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, আপ বাংলাদেশের সেক্রেটারি মোহাম্মদ হেলাল, জাতীয় ছাত্র শক্তির প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ আল রুমান, বাগেরহাট-৪ আসনের এনসিপির প্রার্থী মীর মোহাম্মদ সাব্বির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সাদ হোসেন সজল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, ওয়ালিদ হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ মিরাজ শেখসহ বিভিন্ন পর্যায়ের জুলাই যোদ্ধারা।

মৌনমিছিল শেষে জুলাই যোদ্ধারা বলেন, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। প্রশাসনের উদাসীনতা ও ব্যর্থতার কারণেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন। অবিলম্বে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হেসেখেলেই চট্টগ্রামকে হারাল রংপুর
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫