জুলাই পরবর্তী রাজনৈতিক সংগঠন কর্তৃক প্রথম ছাত্রহত্যা, যার কারিগর ছাত্রদল

১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ PM
এস এম ফরহাদ

এস এম ফরহাদ © সৌজন্যে প্রাপ্ত

ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। বুধবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এই দাবি জানান তিনি। স্ট্যাটাসে তিনি জরুরিভিত্তিতে এই ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন।

ফরহাদ লিখেছেন, ছাত্রদলের হামলায় আহত তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিব আজ দুনিয়া থেকে বিদায় নিল। তাকে নিয়েও হয়তো বাবা-মায়ের স্বপ্ন ছিল। ছেলে বড় হবে, ভালো কিছু করে পরিবারের মুখ উজ্জ্বল করবে। নির্দিষ্ট করে বললে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সংগঠন কর্তৃক প্রথম ছাত্রহত্যা এটি, যার কারিগর ছাত্রদল। তেজগাঁও কলেজের সাকিব মাদকবিরোধী অবস্থান নিয়েছিল বলে জানা যায়। এর জেরেই ছাত্রদল তাকে হত্যা করল কিনা- তা তদন্ত করা জরুরি।

আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে ডাকসু ও শিবিরের বিরুদ্ধে একটি গোষ্ঠী নানা ধরনের বয়ান সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন- ঢাবি ক্যাম্পাসে মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখা। একইসাথে, শিক্ষার্থীদের কাছে শিবিরকে নেতিবাচকভাবে তুলে ধরা।

ডাকসুর মাদকবিরোধী অবস্থানকে নেতিবাচকভাবে উপস্থাপন না করে আমাদের তো উচিত ছিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সমর্থন করা। নিজেকে জিজ্ঞেস করুন তো, মাদকসেবীরা যে ক্যাম্পাসে বাধাহীনভাবে ঘুরে বেড়ায়, সে ক্যাম্পাসে কি আমাদের বোনেরা নিরাপদ? শিক্ষার্থীরা নিরাপদ?

সবশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার প্রচেষ্টায় সবার সমর্থন প্রত্যাশা করেন।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫