খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৬ PM
এভারকেয়ার হাসপাতালে ব্রিফিং করছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

এভারকেয়ার হাসপাতালে ব্রিফিং করছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার © ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর  সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

আজ রবিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা সভাপতি ডা. এস এম খালিদুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা খুব একটা ভালো যে তা নয়। উনার শারীরিক ফিটনেসটা ঠিক নেই। উনার চিকিৎসার কোনো ধরনের ত্রুটি হচ্ছে না। ডাক্তাররা আন্তরিকতার সঙ্গে উনার চিকিৎসার ব্যাপারে কাজ করছেন। উনাকে বাহিরে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে, তবে শারীরিক অবস্থার উপর সেটা নির্ধারণ করবে। একটি মেডিকেল বোর্ড তার ব্যাপারে জানাবেন। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দীর্ঘসময় ছিলেন বলে জানান জামায়াত সেক্রেটারি।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় তার শরীরে, বিশেষ করে ফুসফুসে মাত্রাতিরিক্ত পানি জমে যায় এবং ভীষণ শ্বাসকষ্ট দেখা দেয়। এ পরিস্থিতিতে গত বুধবার থেকে তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। শরীরের পানি কমানো যাচ্ছিল না। তার শারীরিক অবস্থার অবনতি হয়। 

নয়াপল্টনে নেতাকর্মীদের কান্না, চলছে কোরআন খতম; উড়ছে কালো পত…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নেতানিয়াহুর সঙ্গে ‍বৈঠকের পর ইরানে হামলার হুমকি ট্রাম্পের, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল সরকারি ছুটি, তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
গাইবান্ধার ৫ আসনে ৪৫ প্রার্থীর রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র জমা
  • ৩০ ডিসেম্বর ২০২৫