খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন রিজভী

৩০ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। তার শারীরিক অবস্থার অবনতি হয়নি, তবে কোনো উন্নতি হয়েছে, এরকম কোনো খবরও আমরা পাইনি। আমরা আশা করি, দ্রুত তিনি সেরে উঠবেন। এটা আমাদের সবার প্রত্যাশা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, তিনি তার মায়ের জন্য উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলছেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে এবং কখন কী করতে হবে এসব নিয়ে কথা বলছেন। তিনি ঘুমানোর সময় পান কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে সময় কাটাতে হচ্ছে। লন্ডনের ডাক্তারদের সঙ্গে কথা বলছেন এবং এখানকার দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন। সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শক্রমে যথাসময়ে তিনি আসবেন। কিন্তু মায়ের প্রতি তিনি অপরিসীম দায়িত্ব পালন করছেন।

এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এ বছর বিজয় দিবস উপলক্ষে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। ডিসেম্বরের ১৬ তারিখে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির ১৫ দিনের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে পূর্বঘোষিত রোড শো কর্মসূচি অনুষ্ঠিত হবে।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫