অসুস্থ খালেদা জিয়া, প্রচারণা স্থগিত করলেন সাবেক ছাত্রদল সভাপতি ও এমপি প্রার্থী

২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫০ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ছবি

গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। তার অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়া কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে নির্বাচনী প্রচারণার কার্যক্রম আপাতত স্থগিত করার ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে শ্রাবণ লিখেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বিবেচনায়, যশোর- ৬ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের সকল নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। 
সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অব‍্যাহত রাখতে বিনীত অনুরোধ করছি।’

এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত দেশেই হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড জাহিদ হাসান। এরপর শারীরীক পরিস্থিতি উন্নত হলে বিদেশের নেওয়ার বিষয়টি চিন্তা করা হবে। আজ শনিবার রাতে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালেই হবে খালেদা জিয়ার চিকিৎসা। তার উন্নত চিকিৎসার স্বার্থে আমেরিকা, চীন, সিঙ্গাপুর ও সৌদি আরবসহ বেশ কয়েকটি নামকরা হাসপাতালের ডাক্তারদের সমন্বয়ে একটি চিকিৎসক দল তার চিকিৎসা করছেন।

ডা. জাহিদ বলেন, বিদেশ যাওয়ার বিষিটি নির্ভর করছে তার শারীরিক সুস্থতার ওপর। সুস্থ হলে বাকিটা দেখা যাবে। তিনি জাহিদ বলেন, ইউকে ও ইউএসএ ডাক্তারদের পরামর্শে তাকে এভারকেয়ারেই রাখার সিদ্ধান্ত হয়েছিল হয় এবং তাদের তত্ত্ববধানে গত কয়েকদিন ধরে চিকিৎসা চলে। পরবর্তীতে আরও পরীক্ষা-নিরিক্ষা করে তাকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়। 

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং আমেরিকার জন হপকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আবারও বিপিএলের সূচিতে পরিবর্তন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালা আপনার জামাই হতে চাই’— পুতুলকে দেখার পরই শাশুড়িকে সরাস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫