বিএনপি ১৮ মাসে এক কোটি চাকরি দেবে: আমির খসরু

২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৭ PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি সম্পাদিত

বিএনপি সরকার গঠন করলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৯ নভেম্বর) চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫-এ ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ সেশনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, বিএনপির পক্ষ থেকে প্রজেক্ট করা হয়েছে ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। আমরা এ বিষয়ে অ্যাম্বিশাস (উচ্চাকাঙ্ক্ষী)। আমাদের অ্যাম্বিশাস আছে কারণ বিএনপির প্রত্যেক রেজিমে আপনারা দেখবেন এমপ্লয়মেন্ট কার্ভ ওপরের দিকে। আমরা আশা করছি, এইবার এটি আরও ওপরে উঠবে।  

তিনি বলেন, বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি। ক্যাপিটাল মার্কেটে সমস্যাও হয়নি। বিএনপির সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করিনি। যেহেতু আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনোদিন সমস্যা হয়নি। আগামী দিনেও হবে না ইনশাল্লাহ। 

পুঁজিবাজার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার ফলে চাপ পড়েছে ব্যাংক খাতে, এমন মন্তব্য করে আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার চাঙা করা হবে। ক্যাপিটাল মার্কেটে গুরুত্ব দেওয়া হবে। যারাই এক্সপোর্ট করবে, সবাইকে একই সুবিধা দেব, যাতে করে কোনো রপ্তানিকারক হয়রানির শিকার হবে না।’  

বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির ইউট্যাব ও জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫