খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: ডা. এফ এম সিদ্দিকী

২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৮ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৮ AM
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি হার্ট ও ফুসফুসেও ইনফেকশন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘চেস্টে সংক্রমণ হয়েছে। হার্ট ও ফুসফুসও এতে আক্রান্ত। আগামী ১২ ঘণ্টা তাকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে।’

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, আপনারা জানেন গত কয়েক মাস বিএনপি চেয়ারপার্সন ঘন ঘন রোগে আক্রান্ত হয়েছেন। তিনি একাধিক সমস্যায় ভুগছেন। তাই আজ আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তার দ্রুত চিকিৎসা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর হয়তো আরও কিছু পরীক্ষা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা কঠিন। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

এ সময় মেডিক্যাল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫