মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ছাত্রদল নেতা

মনোনয়ন বাতিলের দাবি

১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
দগ্ধ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম

দগ্ধ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম © সংগৃহীত

মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদলের এক নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। এ সময় ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামে ওই নেতা। পরে তার সহকর্মীরা শরীরের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

শহিদুল ইসলাম রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তিনি বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করছিলেন তার সমর্থকরা। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

বিক্ষোভে অংশ নেওয়া যুবদল কর্মী সাইদুর রহমান বলেন, নাসির হোসেন অস্থির দীর্ঘদিন ধরে আসনটিতে দলের জন্য কাজ করছেন। অতীতের সব আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। তাই যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অন্যকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করেন। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫