নাটোরে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রেললাইন অবরোধ

০৬ নভেম্বর ২০২৫, ০৬:১৩ AM
বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রেললাইন অবরোধ

বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রেললাইন অবরোধ © সংগৃহীত

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের ব্যানারে গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোপালপুর বাজার প্রদক্ষিণ শেষে রেললাইনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কিছুক্ষণ রেলগেট এলাকা অবরোধ করে রাখেন, ফলে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

বিক্ষোভ চলাকালে বক্তারা আগামী শুক্রবারের মধ্যে ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫