ডাকসুতে শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া নয়: গোলাম মাওলা রনি

১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ PM
গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি © সংগৃহীত

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়কে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিশ্রমের ফল বলে উল্লেখ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক গোলাম মাওলা রনি। আজ বুধবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘ডাকসুতে জামায়াত-শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া ছিলো না। ৫০ বছরের অবিরত এবং ধারাবাহিক মেহনত, গত ১৫ বছরের কৌশল এবং গত এক বছরের সুযোগ কাজে লাগিয়ে তারা যা পেয়েছে তা অনিবার্য ছিলো।’

রনি বলেন, প্রতিপক্ষের অতি আত্মবিশ্বাস, অহমিকা এবং কৌশল ও পরিশ্রমে ঘাটতির কারণেই পরাজয়ের সূচনা হয়েছে। তার ভাষায়, ‘এই পরাজয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা কেবল আল্লাহই জানেন।’

আরও পড়ুন: ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের কাছে মীর্জা গালিবের দুই দাবি

গোলাম মাওলা রনির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তার বক্তব্য মূলধারার ছাত্র রাজনীতির প্রতি একটি সতর্ক সংকেত এবং ভবিষ্যৎ রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

উল্লেখ্য, সাম্প্রতিক ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল একাধিক গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এনসিপির প্রার্থী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া: এক হার না মানা জীবনের প্রতিচ্ছবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বার্ষিক পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরে না ফেরার দেশে চতুর্থ শ্র…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দেড় বছর পর না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজা, কাল যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বা…
  • ৩০ ডিসেম্বর ২০২৫