পিআর পদ্ধতির নির্বাচন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য: রিজভী

২৩ আগস্ট ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৬:২৪ PM
বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী

বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী © টিডিসি

বাংলাদেশে প্রস্তাবিত পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ কখনো পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে পরিচিত নয়। এই দেশের নির্বাচনী ইতিহাসে মানুষ প্রার্থী দেখে বা প্রতীকে ভোট দেয়। হঠাৎ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় মাঠে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাই করার সুযোগ জনগণের হাতে থাকবে না, শুধু দলের প্রতীকে ভোট দিতে হবে। এতে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। কিছু দল পিআর ও সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। তাদের উদ্দেশ্য বিএনপি বুঝতে পারছে।

তিনি বলেন, দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। তবে কোনো চাঁদাবাজ বা দখলবাজ দলে প্রবেশ করতে পারবে না। যারা গণতন্ত্রের গলায় পা দিয়ে জনগণকে শ্বাসরুদ্ধ করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে সমাজের গুণীজন।

এ সময় হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এদেশকে খুঁটে খুঁটে খেয়েছে শেখ হাসিনা। তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী সদস্য আহসান উদ্দিন খান শিপন, সাঈদুল হক সাঈদ, মোহাম্মদ শামীম আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫