যুক্তরাষ্ট্রে টিকটক তারকা খাবি লামে আটক, পরে নিজেই দেশ ছাড়লেন

২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৬ PM
খাবি লামে

খাবি লামে © সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারীর মালিক, জনপ্রিয় টিকটকার খাবি লামে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত জটিলতায় পড়েন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করায় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা তাকে আটক করেন। পরে তাকে যুক্তরাষ্ট্র ছাড়ার অনুমতি দেওয়া হয়, তবে কোনো বিতাড়নের আদেশ জারি করা হয়নি।

সেনেগাল বংশোদ্ভূত এই ইনফ্লুয়েন্সারের পুরো নাম সেরিন খাবানে লামে। তাকে গত শুক্রবার লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। আইসিইর একজন মুখপাত্র জানান, খাবি লামে গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং ভিসার শর্ত লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন।

এ বিষয়ে এখনও খাবি লামের পক্ষ থেকে জনসমক্ষে কোনো মন্তব্য আসেনি, যদিও অ্যাসোসিয়েটেড প্রেস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া ই–মেইল ঠিকানায় বার্তা পাঠিয়েছে।

খাবি লামের এই ঘটনা এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিরোধী কার্যক্রম আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন, যার অংশ হিসেবে লস অ্যাঞ্জেলেসে আইসিইর অভিযান চলছে। এসব অভিযানের বিরুদ্ধে স্থানীয় জনগণের প্রতিবাদও চলমান।

আইসিইর পক্ষ থেকে বলা হয়েছে, লামেকে যুক্তরাষ্ট্র ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে যেন তিনি আনুষ্ঠানিক বিতাড়নের পরিবর্তে স্বেচ্ছায় দেশত্যাগ করতে পারেন। কারণ, আনুষ্ঠানিক বিতাড়নের রেকর্ড থাকলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা (প্রায় ১০ বছর পর্যন্ত) জারি হতে পারে।

২৫ বছর বয়সী খাবি লামে টিকটকে নিজের নির্বাক, ব্যঙ্গাত্মক ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। তার ভিডিওগুলোতে দেখা যায়, অতিরঞ্জিত ও অযৌক্তিক ‘লাইফ হ্যাক’-এর জবাবে হাস্যকর ভঙ্গিতে প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি। বর্তমানে টিকটকে তার অনুসারীর সংখ্যা ১৬ কোটি ২০ লাখ ছাড়িয়েছে।

সেনেগালে জন্ম নেওয়া খাবি লামে ছোটবেলায় শ্রমজীবী বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি জমান এবং পরে সেখানকার নাগরিকত্ব অর্জন করেন। জানুয়ারি মাসে তিনি ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে নিযুক্ত হন এবং বিশ্বব্যাপী বহু খ্যাতনামা ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত মেট গালায়ও অংশ নেন এই তারকা।

বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ট্রান্সকম ইলেকট্রনিকস নিয়োগ দেবে ট্রেইনি সেলস এক্সিকিউটিভ, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
পাঠ্যবইয়ে যুক্ত হলো শহীদ আনাসের চিঠি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ স্থগিত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে নেতাকর্মীদের কান্না, চলছে কোরআন খতম; উড়ছে কালো পত…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নেতানিয়াহুর সঙ্গে ‍বৈঠকের পর ইরানে হামলার হুমকি ট্রাম্পের, …
  • ৩০ ডিসেম্বর ২০২৫