দুই বছর আগে সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুনের ঘটনাকে নতুন করে প্রচার

১৯ অক্টোবর ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১৪ PM
ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের

ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের © টিডিসি সম্পাদিত

দুই বছর আগে রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে একটি লঞ্চে আগুন লেগেছিল। ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ নামের ওই লঞ্চটি ঘটনার সময় ঘাটে বাঁধা অবস্থায় ছিল। এ সময় ভেতরে কেউ ছিলেন না। 

দুই বছর পর এ ঘটনাটি আজ রবিবার (১৯ অক্টোবর) নতুন করে আবার প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দাবি করা হচ্ছে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর এবার সদরঘাটের লঞ্চে আগুন। হচ্ছেটা কী?

তবে ঘটনাটি আগের বলে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো লঞ্চে আগুনের ঘটনা ঘটেনি। ফেসবুকে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তা সঠিক নয়।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের। ঘটনার দিন বেলা ১১টায় সদরঘাটের লঞ্চ টার্মিনালে নোঙর থেকে ময়ূর-৭ নামের একটি লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। তখন ওই লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল। এ সময় ভেতরে কেউ ছিলেন না।

চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫