ইউক্রেনে সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা

৩১ আগস্ট ২০২৫, ০৯:৪৪ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ PM
আন্দ্রি পারুবি

আন্দ্রি পারুবি © টিডিসি সম্পাদিত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীকে ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩-১৪ সালের ইউরোমাইদান আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। এ ছাড়া ২০১৪ সালে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার দায়িত্ব কালেই রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয়।

সাবেক এই স্পিকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘লভিভে ভয়াবহ এক হত্যাকাণ্ডে আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। হত্যাকারীকে ধরতে এবং তদন্তে সব ধরনের শক্তি কাজে লাগানো হবে।’

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। তবে এখনো হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য স্পষ্ট নয়। লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই বলেছেন, ‘আমরা যুদ্ধাবস্থায় আছি, আর এ ঘটনায় প্রমাণিত হলো—নিরাপদ জায়গা আর কোথাও নেই। হত্যাকারীকে খুঁজে বের করা এবং ঘটনার আসল কারণ উন্মোচন করা এখন সবচেয়ে জরুরি।’

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শৈশব ও কৈশোর: এক স্বপ্নিল সোনালী উপাখ্যান
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু জাতিকে অভিভাবকহীন করেছে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মজলিসের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫