রেসলিং থেকে জন সিনার বিদায় আজ, প্রতিপক্ষ কে

১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ PM
জন সিনা

জন সিনা © সংগৃহীত

ডব্লিউডব্লিউইতে জন সিনার শেষ ম্যাচকে ঘিরে ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। শনিবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট, যেখানে এই ম্যাচ দিয়েই রেসলিং দুনিয়াকে বিদায় জানাবেন কিংবদন্তি জন সিনা।

টিকিট বিক্রিতেই ম্যাচটির জনপ্রিয়তা বোঝা যাচ্ছে। ১৯ হাজার ১৭৬ আসনের ভেন্যুর প্রায় সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এসব টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে প্রায় ১২৩০ ডলার। 

এই ঐতিহাসিক মেইন ইভেন্টে জন সিনার প্রতিপক্ষ হবেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ টুর্নামেন্টের বিজয়ী গুন্থার। ‘নেভার সিন সেভেনটিন’ খ্যাত সিনার জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, বরং ডব্লিউডব্লিউইতে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের শেষ অধ্যায়।

আয়োজকেরা আগেই জানিয়েছিলেন, সিনার শেষ ম্যাচের জন্য কোনো সময়সীমা থাকবে না। পরে ম্যাচটি অনুষ্ঠানের শুরুতে হতে পারে, এমন গুঞ্জন ছড়ালেও জন সিনা নিজেই নিশ্চিত করেছেন, তার বিদায়ী ম্যাচই থাকবে অনুষ্ঠানের মেইন ইভেন্ট। অনুষ্ঠানটি শুরু হবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এনসিপির মুখপাত্রের দায়িত্ব পাচ্ছেন আসিফ মাহমুদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৭ জানুয়ারির এটিইও লিখিত পরীক্ষা স্থগিত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপে স্নাতক করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘সিম্পল’ পরিকল্পনায় রংপুরের নায়ক ফাহিম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
পে-স্কেল নিয়ে ফের সভায় বসছে পে-কমিশন, আলোচনায় যা থাকছে
  • ২৯ ডিসেম্বর ২০২৫