ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ PM
রাজশাহীতে সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহীতে সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা © টিডিসি ফটো

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’-এর পূর্বঘোষিত সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর ভদ্রামোড় এলাকা থেকে সংগঠনটির একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ের সামনে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে মিছিলটি আটকে দিলে আন্দোলনকারীরা সেখানেই রাস্তায় বসে পড়েন।

এসময় তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দীর্ঘক্ষণ সেখানে অবস্থান নেন।

উদ্ভূত এই পরিস্থিতিতে জনমনে উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে হাইকমিশন কার্যালয় ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আজ সকাল থেকেই আগামী ২ দিনের জন্য হাইকমিশনের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্মসূচি চলাকালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সোয়েব আহমেদ বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এলেও পুলিশ অন্যায়ভাবে তাদের পথ রোধ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের এই লড়াই ন্যায়ের পক্ষে এবং এটি চলমান থাকবে। আরেক আন্দোলনকারী মিফতাহুল জান্নাত বলেন, সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে তারা সমবেত হয়েছেন, কিন্তু পুলিশি বাধা দিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।

মিছিলে অংশ নেওয়া মহাফুজা বুশরা জানান, একটি স্বাধীন দেশে নাগরিক অধিকার রক্ষায় তারা রাজপথে নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫