শেরপুর সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

২৬ আগস্ট ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৮:০৫ PM
বিজিবির হাতে আটক মানব পাচারকারীসহ অনুপ্রবেশকারীরা

বিজিবির হাতে আটক মানব পাচারকারীসহ অনুপ্রবেশকারীরা © টিডিসি ফটো

শেরপুর সীমান্ত থেকে ২ মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৫ আগস্ট), ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির একটি দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নকশী সীমান্তের কালীমন্দির নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বিশেষ অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন ২ মানব পাচারকারী ও ৫ অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী, ১ শিশু ও ৩ জন পুরুষ। আটক মানব পাচারকারীরা হলেন, রমজান আলী (২৪), ও রাসেল মিয়া (১৬)। অনুপ্রবেশকারীরা হলেন, শামীম শেখ (২৩), আফসানা খানম (২২), রুমা বেগম (৩২), মিলিনা বিশ্বাস (২৮), কাসেম বিশ্বাস (৩)।

ময়মনসিংহ বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মানব পাচারকারীরা ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে গত ২৩ আগস্ট রাতে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সুযোগ করে দেয়। তবে ভারতীয় পুলিশের বিশেষ অভিযানে অনুপ্রবেশকারীরা নিরাপত্তাহীনতায় পড়ে পুনরায় পাচারকারীদের সহযোগিতায় বাংলাদেশে ফিরে আসে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে সবাইকে আটক করে।

পরে মানব পাচারে জড়িত দুই জনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করে দমন আইনে এবং অন্য ৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারীরা স্বীকার করেছে যে, বাংলাদেশি ও ভারতীয় একাধিক ব্যক্তি এই চক্রের সাথে জড়িত। বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তাদের শনাক্তে কাজ শুরু করেছে।

 

মিথ্যা আশ্বাস নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই জাতির সামনে তুল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন নেত্রীর অনন্ত যাত্রা: কাঁদছে বাংলাদেশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শার্শায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি 
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫