কনসার্ট থেকে দেয়াল টপকে পালানোর ভিডিও ভাইরাল, যা বললেন ঐশী

২৪ নভেম্বর ২০২৫, ০৫:২৯ PM
ফাতেমা তুয যাহরা ঐশী

ফাতেমা তুয যাহরা ঐশী © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যায়—হট্টগোলের মধ্যে এক তরুণী তাড়াহুড়ো করে দেয়াল টপকে মই দিয়ে নিচে নামছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মই বেয়ে দেয়াল টপকে পালালেন কণ্ঠশিল্পী ঐশী।’

বিষয়টি নজরে এড়ায়নি সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীরও। তবে তিনি বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।’

তিনি আরও লিখেছেন, ‘বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে সংবাদমাধ্যমের ভাইদের প্রতি বিনীত অনুরোধ—দয়া করে যাচাই-বাছাই করা তথ্যই প্রচার করুন। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।’

প্রসঙ্গত, শনিবার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলা চলছিল। সেখানে আয়োজন করা হয় একটি কনসার্টের। এই কনসার্টে পারফর্ম করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। হাজারো দর্শকের সমাগমে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। তবে কনসার্ট চলাকালীন বা শেষ হওয়ার কিছুক্ষণ পর কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫