বিয়ে করছেন টেইলর সুইফট, সাজছে ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ড

২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬ AM
মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিসর কেলসি

মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিসর কেলসি © সংগৃহীত

মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিসর কেলসি তাদের বাগদান সেরেছেন গত ২৬ আগস্ট। এরপর থেকেই শোনা যাচ্ছে তাদের বিয়ের গুঞ্জন। অবশেষে সেই জল্পনা-কল্পনার ইতি ঘটছে। ২০২৬ সালের গ্রীষ্মেই তাদের বিয়ের প্রস্তুতি শুরু করেছেন এ তারকা জুটি।  

মার্কিন অনলাইন গণমাধ্যম ইউএস সানকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছেন তারা। পরিবর্তে সুইফট নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বিলাসবহুল বাড়িকেই বিয়ের ভেন্যু হিসেবে বেঁছে নিয়েছেন। ইতিমধ্যে বাড়ির আঙিনায় নতুন করে বাগান সাজানোর কাজ ও শুরু হয়ে গেছে। 

সূত্র বলছে, সুইফট চান তার বিয়ের অনুষ্ঠান ফুলে ফুলে ভরে উঠুক। অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে এ তারকার। গায়িকার ঘনিষ্ঠ একজন বলেন, ‘তিনি (সুইফট) চান, বিয়েতে ফুলের সমারোহ থাকুক। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে বিয়ে করার।’

আরও পড়ুন : গাজায় যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েল

বিয়ের প্রস্তুতি আরও পরিণতি পেয়েছে ব্রাইডসমেড বাছাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে নির্ধারণ করেছেন সুইফট। শুরুতে সীমিত পরিসরে আয়োজনের কথা ভাবলেও এখন তা বদলে বড়সড় অনুষ্ঠানের দিকে ঝুঁকেছেন তিনি।

জানা গেছে, অন্তত ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সুইফট আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বুঝেছেন, জীবনের এমন বড় মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো মানে নেই।’

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫