শেখ মুজিবুর রহমান

১৭ মার্চ ২০১৯, ১০:১৬ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। © সংগৃহীত

স্বাধীনতা আহ্বানে, হৃদয়ের কান্দনে, জেগেছিল যে মানুষের প্রাণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম
ঐ কালো পিচাস, ইয়াহিয়া করেছে নরক চাষ, বাংলার প্রান্তরে
শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে, ঐ কারাগার ভাঙ্গিয়া, আনিয়াছে মুক্তি টান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম।

বাবার আদরে ডাকা, মায়ের কোলেতে থাকা খোকা যার নাম
একদিন ডানপিটে গ্রামের নাম রেখে, ছুটিয়া চলিলেন সোহরাওয়ার্দীনের আহ্বান
সেই থেকে তার, পথ চলা আর, নাইকো বুঝি থেমে,
কবি গানের মত, বরি টানের শত দলে দলে তারা এসে দিলো যোগদান
মুজিবকে করিয়াছে শক্ত, ঝরিয়েছে বুকের তাজা রক্ত, বাঁচিয়েছে বাংলার সম্মান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম।

নরক চাষি ইয়াহিয়া বাসী, বুঝে নাই বাংলার সম্মান
বোকার মত শেখ মুজিবের যত করেছেন অপমান
মুজিব মোদের প্রাণের নেতা, সইবে কেমনে এমন কথা
সাতই মার্চে নেতা সাথে হইল সবার দেখা, নেতা মোদের বাণী দিলো
স্বাধীনতা ডাক মিলিলো, ঘরে ঘরে দূর্গ উঠলো, নেতা আহ্বান ।

বাংলা জনক, বাংলার পিতা শেখ মুজিবুর মোদের নেতা
আর হবে না কোন কথা, নেতার দিলো যারা ব্যথা, চাই যে ফাঁসি শুধু হেতা
আইন কানুন রইলো কোথায়, শেখ মুজিবুর রহমান জাতির পিতা
আর মানবো না কটু কথা, বাংলা পেল স্বাধীনতা।

রাজনীতির ঐ কাল জালে বঙ্গবন্ধু জীবন দিলে
বিচার চাই মোরা শেষ বিকালে,বঙ্গবন্ধুর হত্যার দলে
বিচার হবে বিচার চাই, রাজাকারদের ফাঁসি চাই
স্বাধীন এই বাংলাদেশেতে, কাল পিছাসদের জায়গা নাই।

 

শাবলু শাহাবউদ্দিন
শিক্ষার্থী: ইংরেজি বিভাগ (তৃতীয় বর্ষ)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মিথ্যা আশ্বাস নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই জাতির সামনে তুল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন নেত্রীর অনন্ত যাত্রা: কাঁদছে বাংলাদেশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শার্শায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি 
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
  • ৩০ ডিসেম্বর ২০২৫