ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের রিমান্ডে

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ AM
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা © টিডিসি ফোটো

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের সেলিম মিয়া (২২), সুনামগঞ্জের জামালগঞ্জের মো. তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রুহুল আমিন (৪২), ময়মনসিংহ সদর উপজেলার নূর আলম (৩৩), তারাকান্দা উপজেলার শামীম মিয়া (২৮) ও মাদারীপুরের শিবচর উপজেলার মাসুম খালাসী (২২)। তারা সবাই পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী।

পুলিশ জানায়, গত বুধবার মধ্য রাতে ভালুকার হবিরবাড়ি ও কাশর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা পোশাক কারখানাটিতে উপস্থিত কর্মচারীদের উসকানি দিয়ে তা বাইরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দীপুকে অব্যাহতি দেওয়ার জন‍্য চাপ সৃষ্টি করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার ভেতর কাজের সময় তিন নারী শ্রমিকের মধ্যে কথোপকথন চলছিল। ওই সময় দীপু চন্দ্র দাসও এতে যোগ দেন। একপর্যায়ে নোয়াখালীর বেগমগঞ্জের সেলিম মিয়ার সঙ্গে তর্কে জড়ান দীপু চন্দ্র দাস। সেই তর্কে দীপুর বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। এ নিয়ে সেলিমের সঙ্গে দীপুর বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনাটি মুহূর্তেই ফ্লোরের শতাধিক শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়ে।

দীপু হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে ১২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, আসামিদের উপস্থিতিতে রোববার  রিমান্ড শুনানি হয়। আদালত ৬ আসামির প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। গত বৃহস্পতিবার ৬ আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। 

জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ: নির্ব…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইনচার্জ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
  • ২৯ ডিসেম্বর ২০২৫