পাবনায় ৮ কুকুরছানা হত্যা মামলায় নিশির জামিন

০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ PM
নিশি আক্তার

নিশি আক্তার © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার অভিযোগে কারাগারে থাকা নিশি আক্তার (৩৮) জামিন পেয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত–২ এর বিচারক তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডের বিনিময়ে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত বুধবার বিকেলে একই আদালত তার জামিন নামঞ্জুর করে দুই বছরের শিশুসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

নিশির স্বামী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, ‘আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে তাকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিনের আবেদন করেছিলাম, কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে।’

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের সরকারি বাসার আঙিনায় একটি মা কুকুরের আটটি ছানা জন্ম নেওয়াকে কেন্দ্র করে। গত সোমবার সকালে মা কুকুরটিকে পরিষদ চত্বরে ছুটোছুটি ও ক্রন্দন করতে দেখা যায়। পরে পাশের একটি পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিশি রহমানের বিরুদ্ধে ছানাগুলোকে হত্যার অভিযোগ ওঠে। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই রাতেই নিশি গ্রেপ্তার হন এবং বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ: নির্ব…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইনচার্জ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
  • ২৯ ডিসেম্বর ২০২৫