শিশু সাবা হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ AM
সাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল

সাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল © টিডিসি

ঝিনাইদহের পবহাটি এলাকায় তিন বছর বয়সী শিশু সাইমা খাতুন সাবা হত্যাকাণ্ডে কঠোর অবস্থান ঘোষণা করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন—এই নৃশংস হত্যার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন হবে এবং অপরাধীরা যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত সাবার শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিশু সাবার হত্যার তদন্ত বা বিচারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট কাউকে রেয়াত করা হবে না। যত শক্তিশালীই হোক, সবাইকে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে। আইনের শাসনের ওপর কোনো ছায়া পড়তে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আমরা দেশে আইনের শাসনে মানুষের আস্থা ফিরিয়ে এনেছি। জুলাই বিপ্লবের পর থেকে দেশে আর ক্রসফায়ার নেই, গুম-নিখোঁজ ও মিথ্যা মামলার সংস্কৃতিও বন্ধ হয়েছে। এখন আইন নিজস্ব গতিতেই চলবে, কারও হস্তক্ষেপ ছাড়াই।

প্রসঙ্গত, বুধবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাইমা খাতুন সাবা। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শান্তনাকে আটক করা হয়েছে।

শিশু হত্যার এই বর্বর ঘটনায় জেলাজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ।

জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ: নির্ব…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইনচার্জ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
চাঁদাবাজবিরোধী মানববন্ধনে ‘বহিষ্কৃত’ যুবদল সাধারণ সম্পাদকের…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ
  • ২৯ ডিসেম্বর ২০২৫