মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক কারাগারে

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী (৫৫)কে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মো. আজিজুল হাকিম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোডে প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন এনায়েত করিম। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি, ফলে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক ফোন বিশ্লেষণে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এনায়েত করিম ৬ ও ৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে গুলশানে তাঁর বর্তমান ঠিকানায় অবস্থান শুরু করেন। তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের, রাজনৈতিক দলের নেতাদের ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫