আবু সাঈদ হত্যা: আসামিপক্ষের অভিযোগ গঠনের শুনানি শুরু

২৯ জুলাই ২০২৫, ০১:০৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
আবু সাঈদ

আবু সাঈদ © সংগৃহীত

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আসামিপক্ষ তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানায়। এর একদিন আগে, সোমবার (২৮ জুলাই) প্রসিকিউশন পক্ষ থেকে সব আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে বিচার শুরুর দাবি জানানো হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আবু সাঈদকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ চারজনের নির্দেশে হত্যা করা হয়। সে কারণে এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করাই হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।

মঙ্গলবার সকালে গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

এর আগে গত ২২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করে। গত ৩০ জুন এই মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ট্রাইব্যুনাল আমলে নেয়।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহিদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শৈশব ও কৈশোর: এক স্বপ্নিল সোনালী উপাখ্যান
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু জাতিকে অভিভাবকহীন করেছে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মজলিসের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫