ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট

দশম গ্রেড চেয়ে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

৩০ নভেম্বর ২০২৫, ০১:১৯ PM
ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা © টিডিসি ফটো

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহিঃর্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 

বক্তারা অভিযোগ করে বলেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত দশম গ্রেড বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। 

তারা জানান, দাবি না মানা হলে ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ নভেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে। এ সময় বিভিন্ন বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সর্বশেষ তারিখ কবে?

রেডিওলোজি অ্যান্ড ইমেজিং বিভাগের চিফ মেডিকেল টেকনোলজিস্ট আবুল কাশেম আশিক বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। আমরা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আমরা আন্দোলন করতে জানি। আমার ফ্যাসিস্ট আমলেও আন্দোলন করেছি। আমরা বারবার স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছি, কিন্তু আমাদের কথা রাখেনি।’ 

আরেক বিভাগের চিফ মেডিকেল টেকনোলজিস্ট মনির হোসেন মুন্না বলেন, ‘আজ আমরা এখানে আমাদের দীর্ঘদিনের দাবি, দশম গ্রেড বাস্তবায়নের জন্য এসেছি। টেকনোলোজিস্ট ছাড়া কোনো চিকিৎসা ঠিকঠাক হয়নি। যতদিন এই স্বাস্থ্যসেবা থাকবে, ততদিন এই টেকনোলজিস্টদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে বৈষম্য থাকায় নিয়োগ প্রক্রিয়ায় ও একটি নেতিবাচক প্রভাব পড়েছে।’

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫