কুয়েত মৈত্রী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব

৩১ অক্টোবর ২০২৫, ০৫:১১ PM
কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান © সংগৃহীত ও সম্পাদিত

উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে আকস্মিক পরিদর্শনে হাসপাতালটিতে যান তিনি। এ সময় হাসপাতালে নির্মাণাধীন তিনটি ইউনিটের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন স্বাস্থ্য সচিব।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, স্বাস্থ্য সচিব নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি জনবল নিয়োগ, আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়সহ অন্যান্য সকল কাজ যথাসময়ে শেষ করতে নির্দেশনা প্রদান করেছেন।

এ সময় স্বাস্থ্য সচিব বলেন, উত্তরা এলাকায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়ায় এখানে জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক। সে  তুলনায় হাসপাতালের প্রস্তুতি দূর্বল। জরুরি বিভাগকে আরো বেশি কার্যকর করা, জরুরি অপারেশনের ব্যবস্থা করা এবং বন্ধ হওয়া ১০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) দ্রুত চালু করার উদ্যোগ নিতে হবে।

একই সাথে হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন মো. সাইদুর রহমান। পরিদর্শনকালে রোগীদের জন্য দেওয়া খাবার পরীক্ষা করে সন্তোষজনক পাওয়া যায়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল হাসান উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫