‘ক্যান্সার ইনস্টিটিউটে রেডিওথেরাপির ৬ মেশিনের মধ্যে নষ্ট ৪টি’

২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ AM
মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক সেমিনারে বক্তব্যকালে স্বাস্থ্য উপদেষ্টা

মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক সেমিনারে বক্তব্যকালে স্বাস্থ্য উপদেষ্টা © সংগৃহীত

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে রেডিওথেরাপির ছয়টি মেশিনের মধ্যে চালু আছে মাত্র দুটি; চারটি নষ্ট। নতুন দুটি যুক্ত করার কাজ চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, আমরা প্রতিরোধ ব্যবস্থার দিক থেকে দূরে চলে যাচ্ছি। আগে এ খাতে যে বাজেট ছিল, তা কমে যাচ্ছে। 

সোমবার (২৭ অক্টোবর) জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির।

উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় কিছু পদ্ধতিগত গলদ আছে। এ কারণে আমাদের অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। একই মেশিনের দাম কোথাও ২৪ কোটি, আবার কোথাও ৩৮ কোটি। অথচ মান এক। আমাদের ক্রয় পদ্ধতিতেই সমস্যা রয়েছে। পুরোনো পদ্ধতি না ভাঙলে আমরা এগোতে পারব না। ভাবতে হবে, কীভাবে এই চক্র থেকে বের হওয়া যায়। ক্যান্সার চিকিৎসার অবস্থা সম্পর্কে তিনি বলেন, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে রেডিওথেরাপির ছয়টি মেশিনের মধ্যে চালু আছে মাত্র দুটি; চারটি নষ্ট। নতুন দুটি যুক্ত করার কাজ চলছে। 

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, ১৭ কোটি মানুষের ভরসা একটি ক্যান্সার হাসপাতাল। দেশের নানা প্রান্ত থেকে এখানে মানুষ আসে। সিরিয়াল না পেয়ে রাস্তায় বসে থাকে। দেরিতে শনাক্ত হওয়ায় ক্যান্সার চিকিৎসায় সময় লাগে। অনেক সময় রোগীকে বাঁচানো সম্ভব হয় না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর বলেন, দেশে অসংক্রামক ব্যাধিতে মৃত্যুহার ৭১ শতাংশ, যার মধ্যে ক্যান্সার একটি। রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘আমরা ৩০০ বেডের জনবল নিয়ে ৫০০ বেডের কাজ চালাচ্ছি। নতুন জনবল অনুমোদনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত অনুমোদন পাওয়া গেলে সেবার মান বাড়বে।’

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫