ঘরোয়া টোটকাতেই দূর হবে রান্নাঘরের ময়লার বাক্সের মাছি

২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ AM
রান্নাঘরে দুটি মসলা ব্যবহার করে আবর্জনা ফেলার বাক্সের মাছি দূর করা যায়

রান্নাঘরে দুটি মসলা ব্যবহার করে আবর্জনা ফেলার বাক্সের মাছি দূর করা যায় © আনন্দবাজার

বাড়িতে রান্নাঘরে আবর্জনা ফেলার বাক্সে ময়লা ও উচ্ছিষ্ট খাবার জমা রাখা হয়। এতে শুরু হয় মাছির উপদ্রব। বিশেষ করে বর্ষার সময়ে সমস্যা বাড়তে থাকে। ফলে রান্নাঘরের খাবারে সংক্রমণ হতে পারে। কোনও ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করার পরিবর্তে ঘরোয়া টোটকাতেই মাছির উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়।

যে মশলায় সমাধান
বাড়ির রান্নাঘরেই একাধিক মশলা রয়েছে। তার মধ্যে আবর্জনা ফেলার পাত্র থেকে মাছিকে দূরে রাখতে কাজে আসতে পারে দারুচিনি এবং শুকনো মরিচ। এ দুই মশলার ঝাঁঝে মাছি আবর্জনা-বাক্সে হানা দেবে না।

কীভাবে ব্যবহার
১. একটি পাত্রে দারুচিনি এবং শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তারপর খালি ডাস্টবিনে প্লাস্টিক ব্যাগ রাখার পর, ভেতরে সামান্য পরিমাণে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন: বিশ্বে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর উত্থান, গণতন্ত্রের জন্য বাড়ছে নতুন চ্যালেঞ্জ

২. তারপর পাত্রের ওপরের দিকে ঢাকা এবং গায়ে মিশ্রণটি মাখিয়ে দিতে হবে।

অতিরিক্ত প্রতিরোধ
যদি আরও জোরালো প্রতিরোধ গড়ে তুলতে চান, সে ক্ষেত্রে আবর্জনা ফেলার পাত্রে কয়েকটি তেজপাতা এবং ভিনিগারে ভেজানো একটি তুলোর বল ফেলে রাখা যায়। 
সূত্র: আনন্দবাজার।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫