ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৭৮০ জন

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমাদানের শেষদিন আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর)। আজ রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্তর সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৭৮০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের (EC) জনসংযোগ শাখার পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক। তিনি বলেন,  সারাদেশে আজ দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ২৭৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩১ জন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এমপি প্রার্থীদের হাতে সময় আছে মাত্র এক দিন। মনোনয়ন ফরম বাছাইয়ের ক্ষমতা রিটার্নিং অফিসারের ওপর ন্যস্ত। তাই সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা সব মনোনয়ন ফরম ২৯ ডিসেম্বর বিকেল ৫টার পরপরই নিরাপত্তার সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।

ওই দিন বা তার আগের যে কোনো দিন প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়ন ফরম দাখিল করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদ ১২ এর (৩) অনুযায়ী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার তা গ্রহণ করবেন।

নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫
'ফিল্মি স্টাইলে' কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
  • ২৮ ডিসেম্বর ২০২৫