তারেক রহমানের সংবর্ধনা

১০ রুটে চলবে বিশেষ ট্রেন, বন্ধ থাকবে তিন রুট

২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ PM
ট্রেন

ট্রেন © ফাইল ফটো

দীর্ঘ দেড়যুগ পর দেশে ফেরার উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর তিনশ ফিট এলাকায় গণসংর্ধনার আয়োজন করেছে বিএনপি। ওই সংবর্ধনায় সারাদেশের নেতাকর্মীদের অংশ গ্রহণের সুবিধার্থে বিশেষ ট্রেন ও ট্রেনে অতিরিক্ত বগি চেয়ে সরকারের রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছিল বিএনপি। আবেদনে দলটির পক্ষ থেকে জানিয়েছিল-বরাদ্দকৃত ট্রেনের সমস্ত ভাড়া দলটি পরিশোধ করবে।

এদিকে, তারেক রহমানের সংবর্ধনায় বিএনপির আবেদনের প্রেক্ষিতে ১০টি রুটে বিশেষ ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর কাছাকাছি তিনটি রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে বলেও জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপির কেন্দ্রিয় ও আঞ্চলিক কার্যালয়গুলো থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশে বিশেষ ট্রেন/অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত রাখা হবে।

ওই ট্রেনগুলোর একদিনের জন্য যাত্রা স্থগিত করায় রুটগুলোতে যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

যে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন  

কক্সবাজার-ঢাকা-কক্সবাজার,জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর,টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার,জয়দেবপুর-ঢাকাক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর),পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।

এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ বাবদ বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে। স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনি আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালন করার নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করবে বিএনপি। এতে ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫