ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এ সময়সীমা ঘোষণা করেন। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিলও ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ভোটার তালিকা করেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো হয়েছে। আচরণবিধিতে পরিবর্তন, সংশোধন করা হয়েছে। সবার পরামর্শে হয়েছে এসব পরিবর্তন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। গণতান্ত্রিক ধারা, কাঙ্ক্ষিত সংস্কারের জন্য এ নির্বাচন।’

এর আগে নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ড করা হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আখতার আহমেদ।

এছাড়া, রাতে এক বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: জোট করলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে

জানা গেছে, বিটিভি ও বাংলাদেশ বেতারে নির্বাচনের তফসিল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও বিটিভির সরাসরি সম্প্রচার করা তফসিল ঘোষণা লাইভ করা হয়েছে।

এখন পর্যন্ত ২৮ দেশের কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি-১’ ইউনিটের ব্যবহারিক পরীক্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সংগ্রাম জীবন নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এনসিপি ছাড়লেন আরিফ স…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেত্রী
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দিনাজপুরে যে বাড়িতে শৈশব-কৈশোর কেটেছে খালেদা জিয়ার
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দল থেকে পদত্যাগ করে যা লিখলেন এনসিপি নেতা
  • ৩০ ডিসেম্বর ২০২৫