ড. মুহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ © সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদত্যাগের পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজে তিনি উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে অংশ নেন। নিজস্ব ফেসবুকে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেন আসিফ এবং দায়িত্ব পালনের গত ষোল মাসের অভিজ্ঞতাও তুলে ধরেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিগত ষোল মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে দায়িত্ব পালন করেছি।’
তিনি আরও জানান, ‘জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা ও সমালোচনা এসেছে। তবে আপনারা দেখেছেন শুধু End result—নেপথ্যের পরিশ্রম ছিল অনেক কঠিন এবং কষ্টসাধ্য।’
আসিফ বলেন, ‘গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির উপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে প্রতিশোধ ও রোষানলের শিকার হয়েছি, ভবিষ্যতেও হতে পারি। কিন্তু জনগণের ভালোবাসা, সমর্থন ও আস্থাই আমার শক্তি। তাই এখন আর ভয় পাই না।’