সচিবদের সঙ্গে বৈঠক শেষ, পে স্কেলের সুপারিশ নিয়ে যা বললেন কমিশন চেয়ারম্যান 

২৪ নভেম্বর ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:০৪ PM
জাকির আহমেদ খান

জাকির আহমেদ খান © টিডিসি

নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।

সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব সভায় উপস্থিত হননি। পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে।’ কবে নাগাদ সুপারিশ হতে পারে- এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।’

বৈঠক সূত্রে জানা যায়, নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য নানা ইস্যুতে সচিবদের মতামত গ্রহণ করেছে কমিশন। তারাও নানা বিষয়ে কথা বলেছেন, মতামত দিয়েছেন। কমিশন তাদের বক্তব্যগুলো গুরুত্ব সহকারে নিয়েছে এবং তা পরবর্তীতে সুপারিশসমূহে প্রয়োজনের আলোকে সংযুক্ত করবে।

সূত্রটি জানায়, সচিবদের সঙ্গে বৈঠকটি মূলত কমিশনের শেষ ধাপের বৈঠক। কারণ, তাদের মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর আগে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে তাদের কাছ থেকে বেতন কাঠামোর প্রস্তাব নেওয়া হয়েছিল। এসব প্রস্তাব ইতোমধ্যে খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে। এখন সেই বিশ্লেষণের ভিত্তিতে নতুন পে-স্কেল কী রূপ নিতে পারে এবং কবে থেকে তা কার্যকর করা সম্ভব—এসব বিষয়ে সচিবদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। 

এদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর আল্টিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশও করবেন কর্মচারীরা। এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন।

তথ্যমতে, গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে।

লটারিতে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা, ক্ষোভ জানিয়ে লিখিত পরীক্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সূর্যের দেখা কবে মিলবে, জানাল আবহাওয়া অফিস
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ফাহিম আশরাফের ফাইফারে একশ ছুঁই পুঁজি চট্টগ্রামের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫