নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে জাতীয় বেতন কমিশন

১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৫ PM
জাতীয় বেতন কমিশন

জাতীয় বেতন কমিশন © টিডিসি সম্পাদিত

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

এ সংক্রান্ত বার্তায় জানানো হয়েছে, উক্ত ক্যাটাগরির কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এই বৈঠক আয়োজন করা হয়েছে।

এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন।

আরও পড়ুন: বড় ঝুঁকিতে বাংলাদেশ, ২০৫০ সালের মধ্যে বাস্তুহারা হতে পারেন ৯ লাখ মানুষ

গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে।

এনসিপির প্রার্থী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া: এক হার না মানা জীবনের প্রতিচ্ছবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বার্ষিক পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরে না ফেরার দেশে চতুর্থ শ্র…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দেড় বছর পর না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজা, কাল যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বা…
  • ৩০ ডিসেম্বর ২০২৫