মেসির সফর ঘিরে বিশৃঙ্খলা, ক্ষমা চাইলেন মমতা

১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ PM
মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা

মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা © সংগৃহীত

তিন দিনের সফরে ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছান তিনি। বিমানবন্দরের বাইরে তখন থেকেই ভক্তদের উপচে-পড়া ভিড় দেখা যায়। কড়া নিরাপত্তার মধ্যে সরাসরি হোটেলে নেওয়া হয় তাকে।

শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়াম ও যুবভারতীতে বিপুলসংখ্যক দর্শক জড়ো হবে, এটাও অনুমেয়ই ছিল। তবে ভক্তদের অতিরিক্ত উন্মাদনায় শেষপর্যন্ত বিশৃঙ্খল হয়ে পড়ে অনুষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঝপথেই স্থগিত করতে হয় আয়োজন। এতে মাত্র ২০ মিনিট স্টেডিয়ামে অবস্থান করেন মেসি, যে কারণে তাকে ঠিকভাবে দেখতেই পাননি অনেক ভক্ত।

এমন চরম অব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দর্শকদের কাছে দুঃখও প্রকাশ করেন তিনি।

এই ঘটনায় বিস্মিত মমতা এক্স পোস্টে লেখেন, ‘সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।’

তিনি আরও লেখেন, ‘হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এ ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিচ্ছি।’

আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ,…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, আরও আলোচনা বাকি আছে: মঞ্জু
  • ২৯ ডিসেম্বর ২০২৫