রোনালদোকে বাদ দিয়ে যে ৫ ফুটবলারকে সেরা বললেন মেসি

১০ নভেম্বর ২০২৫, ০২:৪৪ PM
মেসি ও রোনালদো

মেসি ও রোনালদো © সংগৃহীত ছবি

ফুটবলে সর্বকালের সেরা খেলোয়ার কে? এনিয়ে বিতর্কের শেষ নেই। কারো মতে লিও মেসি, কারো মতে ক্রিস্টানায়ো রোনালদো। এক বিংশ শতাব্দীর সেরা এই দুই খেলোয়ারের ক্যারিয়ার এখন ক্রান্তিলগ্নে। তবে তাদের নিয়ে আলোচনার শেষ নেই। কে সেরা এই নিয়ে দুই জনের সমর্থকেরা বিতর্ক করলেও নিজেরা এই বিষয়ে চুপ ছিলেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনাল্দো এই বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন। স্বভাবসুলভ ভাবে তিনি দাবি করেছেন ‘তিনিই সেরা’।

এই বিতর্কে এবার মুখ খুললেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সি মেসি সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়। ‘মেসিকে ছাড়া বিশ্বের সেরা প্লেয়ার কে? এসময় আর্জেন্টাইন প্লে-মেকার  মেসি একজন প্লেয়ারকে না বেছে একাধিক প্লেয়ারকে বেছে নেন। ইউরোপ, লাতিন আমেরিকার প্লেয়ারদের রেখেছে তিনি।

সাক্ষাৎকারে লিও মেসি বলেন, ‘একজনকে বেছে নেওয়া কঠিন, কারণ তালিকায় অনেকে আছে। আমার মতে, নেইমার, কিলিয়ান এমবাপে, ইডেন হ্যাজ়ার্ড, লুইস সুয়ারেজ় ও সার্জিও আগুয়েরো। আমি এরমধ্যে কয়েকজনের নাম ভুলে যেতে পারি, তবে এদের মধ্যে প্রত্যেকেই সেরা।’

বিস্ময়কর ভাবে মেসি এই তালিকায় রাখেননি ক্রিস্তিয়ানো রোনাল্দোকে। প্রশ্ন করা হয়, ‘আপনি কি কাউকে ভুলে যাচ্ছেন? সাত নম্বর জার্সি পরেন একজন প্লেয়ারের নাম মনে আসছে না?’ মেসি এই প্রশ্নের জবাব মজা করে দেন। জানিয়ে দেন, রোনাল্দোকে তিনি নিজের সঙ্গেই রাখছেন। বলেন, ‘ক্রিস্তিয়ানো? আমি ওকে এই তালিকা থেকে আমার মতোই বাইরে রাখছি।’

ক্রিস্তিয়ানো রোনাল্দো সম্প্রতি সাক্ষাৎকারে একাধিকবার জানিয়েছেন তিনিই সেরা। পাশাপাশি মেসিকে ইঙ্গিত করে বলেন, কোন খেলোয়ার বিশ্বকাপ জিতলেই সেই প্লেয়ারকে সেরা হয়ে যায় না। তিনি আরও বলেন  সৌদি লিগে খেলা সবচেয়ে কঠিন। এই লীগে গোল করা অনেক কঠিন।   

 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫