সড়ক দুর্ঘটনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মৃত্যু

২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ AM
অ্যান্টনি ইয়লানো

অ্যান্টনি ইয়লানো © সংগৃহীত

ব্রাজিলের উদীয়মান তরুণ ফুটবলার অ্যান্টনি ইয়লানো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পিয়াউই এস্পোর্তে ক্লাবের হয়ে খেলা মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের ফুটবল অঙ্গনে।

জানা গেছে, গত ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইয়লানো। মোটরসাইকেলটি রাস্তা পার হওয়ার সময় একটি গরুর সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার পর ইয়লানোর মোটরসাইকেল ছিটকে পড়ে এবং কিছু সময় পর গরুটিও মারা যায়। 

ফেডারেল হাইওয়ে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাঁচানো যায়নি। হেলমেট পরেছিলেন কি না তা নিশ্চিত করা যায়নি। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, ইয়লানো ২০২৩ সালে সিরি-সি লিগে আলতোসের হয়ে অভিষেক করেছিলেন। অনূর্ধ্ব ২০ দলে তার গোলসংখ্যা ছিল ২৮টি। আগামী মাসে পিয়াউইর হয়ে কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব ২০ এবং মর্যাদাপূর্ণ কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ প্রতিভাবান ফরোয়ার্ড।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫