ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত চান্স পেল যে ১৯ দল

০৯ অক্টোবর ২০২৫, ০৮:২৪ AM
ফুটবল বিশ্বকাপ

ফুটবল বিশ্বকাপ © সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দলগুলোর তালিকাও দীর্ঘ হচ্ছে। এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর—৪৮ দলের। ইতোমধ্যেই ১৯টি দেশ নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ। সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছে আফ্রিকার শক্তিশালী দল মিসর। আট বছর পর বিশ্বকাপে ফিরেছে তারা।

আজ কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে মিসর। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করেছে মোহাম্মদ সালাহর দল। লিভারপুল তারকা সালাহ এই ম্যাচে করেন জোড়া গোল, যা তাকে আফ্রিকার বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তুলে এনেছে (৯ গোল)।

এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিসর। তারা প্রথমবার বিশ্বকাপ খেলেছিল ১৯৩৪ সালে। এরপর খেলেছে ১৯৯০ ও ২০১৮ সালে। এবারের বাছাইপর্বে মিসর ৯ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে, গোল করেছে ১৯টি।

বিশ্বকাপ নিশ্চিত করা বাকি ১৮টি দলের মধ্যে রয়েছে স্বাগতিক হিসেবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে উঠেছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে। এশিয়া অঞ্চল থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, জর্ডান ও উজবেকিস্তান জায়গা নিশ্চিত করেছে। আফ্রিকা থেকে মিসরের সঙ্গে আছে মরক্কো ও তিউনিসিয়া। ওশেনিয়া অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

মিসরের বিশ্বকাপ নিশ্চিত করার দিনেই ভালো সম্ভাবনা দেখিয়েছে ঘানা ও কেপ ভার্দে। আজ ঘানা ৫-০ গোলে হারিয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রকে। এখন তাদের শুধু শেষ ম্যাচে কমরোসের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই চলবে। মাদাগাস্কার পয়েন্ট হারালে ঘানা হারলেও উঠতে পারবে বিশ্বকাপে।

এখন পর্যন্ত ১৯টি দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি আছে আরও ২৭টি জায়গা। সামনে বাছাইপর্ব ও প্লে-অফে উত্তেজনা আরও বাড়বে। এখন দেখার পালা, কারা কারা চূড়ান্ত তালিকায় নিজেদের নাম লেখাতে পারে।

 

 

 

 

 

 

 

 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫